বাউল
বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।
বাউল (Baul) শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। কেউ বলেন 'বাতুল' থেকে 'বাউল' হয়েছে, কারো মতে 'বজ্রী' থেকে কিংবা 'বজ্রকুল' থেকে বাউল শব্দটি এসেছে। কেউ কেউ বলেন 'আউল' শব্দ থেকে 'বাউল হয়েছে। ইতিহাসবিদদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়। এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধববিবি। বীরভদ্র নামে এক বৈষ্ণব মহাজন সেই সময়ে একে জনপ্রিয় করে তোলেন।
বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে। প্রতি বৎসর পৌষ সংক্রান্তির দিন বীরভূমের জয়দেব-কেন্দুলিতে বাউলদের একটি মেলা শুরু হয়, যা "জয়দেব বাউলমেলা" নামে বিখ্যাত।
-
খাকি আদমের ভেদ পশু কি বোঝে
আদমের কালেবে খোদা খোদে বিরাজে
খাকি আদমের ভেদ পশু কি বোঝে
আদমের কালেবে খোদা
খোদে বিরাজে।। -
করিয়ে বিবির নিহার রাছুল আমার কৈ ভুলেছে রব্বানা
জাত ছেফাতে দোস্তি করে, কেউ কারেও ভুলেতে পারেনা
করিয়ে বিবির নিহার রাছুল আমার কৈ ভুলেছে রব্বানা
জাত ছেফাতে দোস্তি করে
কেউ কারেও ভুলেতে পারেনা।। -
যে দিন ডিম্বভরে ভেসেছিলেন সাঁই
কে হল তাহার সঙ্গী,কাহারে সুধাই
যে দিন ডিম্বভরে ভেসেছিলেন সাঁই
কে হল তাহার সঙ্গ
কাহারে সুধাই।। -
যে জন সাধকেরই মূল গোড়া
বে মুরিদ বে-তালিম সে-ত,ফিরছে সদায় বেদ ছাড়া
যে জন সাধকেরই মূল গোড়া
বে মুরিদ বে-তালিম সে-ত
ফিরছে সদায় বেদ ছাড়া।। -
তরিকাতে দাখেল না হলে
শরিয়ত হবে সিদ্ধি পড়বি গোলেমালে
তরিকাতে দাখেল না হলে
শরিয়ত হবে সিদ্ধি পড়বি গোলেমালে।। -
মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়
যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়
মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়
যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়।। -
সে প্রেমের বাড়ি কোথায় বলো বিহারী
প্রেম প্রেম বলে করি কোর্ট কাচারি
সে প্রেমের বাড়ি কোথায় বলো বিহারী
প্রেম প্রেম বলে করি কোর্ট কাচারি।। -
কী কালাম আনিলেন নবি সকলের শেষে
রোজা বন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে
কী কালাম আনিলেন নবি সকলের শেষে
রোজা বন্দি সালাত যাকাত
পূর্বেও তো জাহের আছে।। -
আমি কৃষ্ণ হারা হলাম জগতে
ওগো বৃন্দে ললিতে
ওগো বৃন্দে ললিতে
আমি কৃষ্ণ হারা হলাম জগতে।। -
কি ফুল ফুটেছে প্রেমের ঘাটে
অপার মহিমা তাঁর ফুলের বটে
কি ফুল ফুটেছে প্রেমের ঘাটে
অপার মহিমা তাঁর ফুলের বটে।। -
ও রসের প্রেম ঘাটেতে
হাট বেড়িয়ে নাউ বেয়ো না
ও রসের প্রেম ঘাটেতে
হাট বেড়িয়ে নাউ বেয়ো না।। -
আমি তারে কি আর ভুলিতে পারি
আমার এই মনে
আমি তারে কি আর ভুলিতে পারি
আমার এই মনে।। -
ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই
ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই
হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই।। -
এমন সমাজ কবে গো সৃজন হবে
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে
এমন সমাজ কবে গো সৃজন হবে।
যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান
জাতি গোত্র নাহি রবে।। -
ভজরে জেনে শুনে
নবী কলমা কলেন্দা আলী হালদাতা
ভজরে জেনে শুনে
নবী কলমা কলেন্দা আলী হালদাতা
ফাতেমা দাতা কি ধন দানে।। -
ব্রজ লীলে একী লীলে
কৃষ্ণ গোপী কারে জানাইলে
ব্রজ লীলে একি লীলে
কৃষ্ণ গোপী কারে জানাইলে॥ -
মন চোরা রে কোথা পাই
কোথা যাই মন আজ কীসে বুঝাই
মন চোরা রে কোথা পাই।
কোথা যাই মন আজ কীসে বুঝাই।। -
এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি
কারও কথা কেউ বলে না আমি একা হই কলঙ্কী
এ গোকুলে শ্যামের প্রেমে
কেবা না মজেছে সখি!
কারও কথা কেউ বলে না
আমি একা হই কলঙ্কী।। -
ফরিদা পারভীন লালন সঙ্গীত শিল্পী
ফরিদা পারভীন (জন্মঃ ৩১ ডিসেম্বর ১৯৫৪ইং) বাংলাদেশের আপামর-সাধারণের কাছে দীর্ঘদিন ধরেই লালন সঙ্গীত এবং ফরিদা পারভীন পরস্পর পরিপূরক এবং অবিচ্ছিন্ন দু'টি নাম। লালন সাঁইজির গানের প্রসঙ্গ উঠলেই বাঙালীর মন-কানে প্রথমেই যাঁর কন্ঠস্বর ও সুর বেজে ওঠে, তা নিশ্চিতভাবেই ফরিদা পারভীনের।
-
দয়া কর মোরে গো
বেলা ডুবে এলো
গুরু, দয়া কর মোরে গো
বেলা ডুবে এলো।
তোমার চরন পাবার আশে, রইলাম বসে
সময় বয়ে গেল।।
পাতা 6 এর 22