Select your language

সে প্রেমের বাড়ি কোথায় বলো বিহারী
সে প্রেমের বাড়ি কোথায় বলো বিহারী

প্রেম প্রেম বলে করি কোর্ট কাচারি

সে প্রেমের বাড়ি কোথায় বলো বিহারী
প্রেম প্রেম বলে করি কোর্ট কাচারি।।

প্রেমের উৎপত্তি কি সে
শুণ্য কি ভাণ্ড মাঝে
কোন প্রেমে ফেরে সে
অহর্নিশি।।

কোন প্রেমে মাতা পিতা
খণ্ড করে জীবন আত্মা
না জেনে সেই প্রেমের কথা
গোলমাল করি।।

কোন প্রেমে মা কালি
পদ তলে মহেশ্বর বলি
লালন বলে, ধন্য বলি
জয় জয় হরি।।

শিল্পীঃ- আনু শাহ্‌

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন