Select your language

মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়
মুরশিদ রংমহালে সদায় ঝলক দেয়

যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়

মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়
যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়।।

শতদলে আতসপুরী
আলিপুরে তার কাছারী
দেখিলে তার কারিগরী
হবে মহাশয়।।

সজল উদয় সেই দেশেতে
অনন্তফল ফলে তাতে
প্রেম পাতি জাল পাতলে তাতে
অধর ধরা যায়।।

রত্ন যে পায় আপন ঘরে
সে কি আর খোঁজে বাহিরে
না বুঝিয়ে লালন ভেড়ে দেশ-বিদেশে ধায়।।

শিল্পীঃ- দীন বন্ধু দাস বাউল

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন