বাউল
বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।
বাউল (Baul) শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। কেউ বলেন 'বাতুল' থেকে 'বাউল' হয়েছে, কারো মতে 'বজ্রী' থেকে কিংবা 'বজ্রকুল' থেকে বাউল শব্দটি এসেছে। কেউ কেউ বলেন 'আউল' শব্দ থেকে 'বাউল হয়েছে। ইতিহাসবিদদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়। এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধববিবি। বীরভদ্র নামে এক বৈষ্ণব মহাজন সেই সময়ে একে জনপ্রিয় করে তোলেন।
বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে। প্রতি বৎসর পৌষ সংক্রান্তির দিন বীরভূমের জয়দেব-কেন্দুলিতে বাউলদের একটি মেলা শুরু হয়, যা "জয়দেব বাউলমেলা" নামে বিখ্যাত।
-
সব সৃষ্টি করলো যে জন
তারে সৃষ্টি কে করেছে
সব সৃষ্টি করলো যে জন
তারে সৃষ্টি কে করেছে।
সৃষ্টি ছাড়া কি রূপে সে
সৃষ্টিকর্তা নাম ধরেছে।। -
কি করি কোন পথে যাই
দোটানাতে ভাবছি বসে
কি করি কোন পথে যাই মনে কিছু
ঠিক পড়ে না।
দোটানাতে ভাবছি বসে
ঐ ভাবনা।। -
মন আমার গেল জানা
কারো রবে না এ ধন জীবন যৌবন
মন আমার গেল জানা
কারো রবে না এ ধন জীবন যৌবন
তবে রে কেন এত বাসনা। -
খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে
মুক্তামণি রেখেছে ধনি বোঝাই করে সেই দোকানে
খুলবে কেন সে ধন
মালের গ্রাহক বিনে,
মুক্তামণি রেখেছে ধনি
বোঝাই করে সেই দোকানে।। -
ভুলো না মন কারো ভোলে
রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে
ভুলো না মন কারো ভোলে।
রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে।। -
আমার মন চোরারে কোথা পাই
কোথা যাই, ও মন আজ কিসে বোঝাই
আমার মন চোরারে কোথা পাই।।
কোথা যাই, ও মন আজ কিসে বোঝাই
আমার মন চোরারে কোথা পাই।। -
সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে
লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে
লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে।
সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে।। -
পরমে পরম জানিয়া
এসেছি হেথায় তোমারি আজ্ঞায়
এসেছি হেথায় তোমারি আজ্ঞায়
আদেশ করিবা মাত্র যাবো চলিয়া -
বাউলের আঞ্চলিক বৃত্ত ও পদকর্তা
বাংলার বাউলদের আঞ্চলিক সীমারেখা হল বাংলাদেশের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, যশোর, খুলনা, নাটোর, সিরাজগঞ্জ, বরিশাল, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, ঢাকা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ইত্যাদি অব্জল এবং ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম, বাকুড়া, নদীয়া, মুর্শিদাবাদ, চব্বিশপরগণা ইত্যাদি।
-
বাউল - সাইমন জাকারিয়া
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের গ্রামীণ সৃজনশীল সাধকদের মধ্যে বাউল সম্প্রদায় অত্যন্ত প্রসিদ্ধ। এই সম্প্রদায় মূলত দেহ-সাধনা করেন এবং গানের মাধ্যমেই সেই দেহ-সাধনার কথা প্রকাশ ও প্রচার করেন। বাউলদের রচিত গানের ভাবের গভীরতা, সুরের মাধুর্য, বাণীর সার্বজনীন মানবিক আবেদন বিশ্ববাসীকে মহামিলনের মন্ত্রে আহ্বান করে।
-
ভুল বুঝে চলে যাও
যত খুশি ব্যাথা দাও
(যদি) ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও
সব ব্যথা নীরবে সইবো
বন্ধুরে, তোমার লেখা গানটারে গাইবো।। -
জম্মে যে জন পাপ করে না
পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার
জম্মে যে জন পাপ করে না
ভাগি নয় সে করুনার
পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার।। -
এত ভালো হয় কি মানুষ
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
আমার মন্দ স্বভাব জেনেও তুমি
কেনো চাইলে আমারে
এত ভালো হয় কি মানুষ
নিজের ক্ষতি করে।। -
লোহারে বানাইলা কাঞ্চা সোনা
আমার মুর্শিদ পরশমনি গো
আমার মুর্শিদ পরশমনি গো
লোহারে বানাইলা কাঞ্চা সোনা।। -
বাউল সাধক প্রাচীন বাউল কালা শাহ
বাউল সাধক প্রাচীন বাউল কালা শাহ আনুমানিক ১৮২০ সালে সুনামগঞ্জের জেলার দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধাইপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা তমিজ বেপারি।
-
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল
ভোগলা বাজীর ধোকায় পড়ে
ভোগলা বাজীর ধোকায় পড়ে
বেসুরে বাজালি তাল
ঘুম দিয়া কাটালি মনা চিরকাল।। -
তারে কি আর ভুলতে পারি
মন দিয়েছি যে চরণে
তারে কি আর ভুলতে পারি
মন দিয়েছি যে চরণে। -
মনের বিয়োগ জানে তারা
আশেকে উন্মত্ত যারা
আশেকে উন্মত্ত যারা
তাদের মনের বিয়োগ
জানে তারা।। -
সোনার মানুষ ভাসছে রসে
যে জেনেছে রসপন্থি সে
সোনার মানুষ ভাসছে রসে
যে জেনেছে রসপন্থি
সে দেখিতে পায় অনায়াসে।। -
মসজিদ ঘরে আল্লাহ থাকে না
কুলবিল মুমিনিন আরশে আল্লাহ
কুলবিল মুমিনিন আরশে আল্লাহ
এইতো আল্লাহর ঠিকানা
ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।।
পাতা 7 এর 22