Select your language

কী কালাম আনিলেন নবি সকলের শেষে
কী কালাম আনিলেন নবি সকলের শেষে

রোজা বন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে

কী কালাম আনিলেন নবি সকলের শেষে
রোজা বন্দি সালাত যাকাত
পূর্বেও তো জাহের আছে।।

ঈসা মুসা দাউদ নবি
বেনামাজি নহে কভি
শেরেক বেদাত সকল ছিল
নবি কি জানালেন এসে।।

ইঞ্জিল তৌরাত জব্বুর কিতাব
বাতিল হলো কিসের অভাব।
তবে নবি পয়গম্বর কী খাস
ভেবে আমি না পাই দিশে।।

ফোরকানের দরজা ভারি
কিসে হলো বুঝতে নারি।
তাই না বুঝে অবোধ লালন
বিচারে গোল বাঁধিয়েছে।।

শিল্পীঃ- সাধন ক্ষ্যাপা

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন