বাউল গান
বাউল গান, লালন গীতি, দেশাত্মবোধক, লোক গান, ভাণ্ডারী এবং আঞ্চলিক গানের তথ্য সমূহ।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1499
তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ
মনের হল মতি মন্দ
তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ।।আরও পড়ুন…Add new comment
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1493
কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন
এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন।
কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1391
দাসের পানে একবার চাও হে দয়াময়
ক্ষম ক্ষম অপরাধ
দাসের পানে একবার চাও হে দয়াময়।বড় সঙ্কটে পড়িয়া দয়াল
বারে বার ডাকি তোমায়।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1616
আমরা ভেবে করব কী
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করব কী
ঝিয়ের পেটে মায়ের জন্ম
তাকে তোমরা বলো কী।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1261
এসে মদীনায় তরিক জানায় এ সংসারে
ভবে কে তাহারে চিনতে পারে
এসে মদীনায় তরিক জানায় এ সংসারে।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1180
আগে জেন্দা পীরের খান্দানে যাও দেখিয়ে দিবে সন্ধানে
আব-হায়াতের নদী কোনখানে
আগে জেন্দা পীরের খান্দানে যাও
দেখিয়ে দিবে সন্ধানে।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1246
আমি গুরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই
রাত পোহালে পাখি বলে
দে রে খাই দে রে খাই।
আমি গুরু কার্য মাথায় রেখে
কি করি আর কোথায় যাই।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1557
নিজের মনকে করলাম সোজা বিবির মনে গোল রইলো
নিজের মনকে করলাম সোজা
বিবির মনে গোল রইলো
নামাজ আদায় কই হইলো আমার।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1244
হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়
সপ্ততালা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়।
হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1310
ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে
আজ রোগ বাড়ালি কুপথ্য করে।
ঔষধ খেয়ে অপযশটি করলি কবিরাজে রে।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1729
কায়া ধারী হয়ে কেন তার ছায়া নাই
মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই।
কায়া ধারী হয়ে কেন তার ছায়া নাই।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1520
ঘুচেছে তার মনের আঁধার
যে জন হাওয়ার ঘরে ফাঁদ পেতেছে
ঘুচেছে তার মনের আঁধার
সে যে দিন ছাড়া নিরিখ বেঁধেছে।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1399
মুখে বলুক কিবা না বলুক সে থাকে ঐ রূপ নিহার
যে জন দেখেছে অটল রূপের বিহার।
মুখে বলুক কিবা না বলুক সে থাকে ঐ রূপ নিহার।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1421
আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়
যেতে সাধ হয়রে কাশী
কর্ম ফাঁসি বাঁধলো গলায়।
আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1464
কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে
এই মানুষে সেই মানুষ আছে।
কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 3157
তুমি তাড়াইয়া দিওনা দয়াল কাতরে বিনয় করি
দ্বার খুলে দাও দয়াল
আমি তোমার দয়ার ভিখারী
- বিস্তারিত
- লিখেছেনঃ Salek Uddin Sheikh
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1421
শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা
কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা।।
শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা।।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 1388
দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই
কাশী কি মক্কায় যাবি যে মন চলরে যাই।
দোটানাতে ঘুরলে পথে সন্ধ্যে বেলায় উপায় নাই॥
উপ ক্যাটেগরি সমূহ
লালন সঙ্গীত নিবন্ধ গণনা: 257
লালনের গান সঙ্গীত জগতে এক অভিনব সৃষ্টি। তাঁর গানের সুরের মধ্যে একটা বৈচিত্র রয়েছে। তাঁর গান ভাব প্রধান হলেও সুর ও তালের মিলনে এই গান সত্যিই অপূর্ব। তার গানে রয়েছে ভক্তি রসের আবেশ। রয়েছে বিহ্বলতা। এই বিহ্বলতা শুধু গায়ক নয়, শ্রোতার মনেও শিহরণ তোলে। গায়ক যখন তন্ময় হয়ে গান গায়, শ্রোতা তখন বিহ্বল হয়ে শোনে। তাঁর গানে বাংলার সোঁদা মাটির গন্ধ রয়েছে। মানুষের মনের সুর ব্যাক্ত হয়েছে। তার গান তাই মানুষকে অভিভূত করে, মানুষের হৃদয়কে বিগলিত করে।
রবীন্দ্র সঙ্গীত নিবন্ধ গণনা: 1
রবীন্দ্রনাথ ঠাকুরের গান গুলাকেই বলা হয় রবীন্দ্র সঙ্গীত যার সংখ্যা প্রায় ২৫০০ এর মতো। এটা বলতে কোন দ্বিধা নেই যে রবীন্দ্র সঙ্গীত মানুষের আবেগের প্রতিটি কোনা কে ছুঁয়েছে। রবীন্দ্র সঙ্গীতের দার্শনিক গভিরতাও সঙ্গীত বিশ্বে অতুলনীয়। যারা বাংলা জানেন না রবীন্দ্রনাথের এই অতুলনীয় সৃষ্টি উপভোগ করা থেকে বঞ্চিত হবে।
বাউল সঙ্গীত নিবন্ধ গণনা: 59
বাউল সম্প্রদায়ের গানই হচ্ছে বাউল গান। বাংলা লোকসাহিত্যের একটি বিশেষ অংশ। বাউলরা তাদের দর্শন ও মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে থাকে। বাউল মতে সতেরো শতকে জন্ম নিলেও লালন সাঁইয়ের গানের মাধ্যমে ঊনিশ শতক থেকে বাউল গান ব্যপক জনপ্রিয়তা অর্জন শুরু করে। তিনিই শ্রেষ্ঠ বাউল গান রচয়িতা। ধারণা করা হয় তিনি প্রায় দু'হাজারের মত গান বেধেছিলেন। রবীন্দ্রনাথ বাউল গান দ্বারা প্রভাবিত হয়েছিলেন যা তার রচনাতে লক্ষ করা যায়।
ইউনেস্কো ২০০৫ সালে বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।
আঞ্চলিক সঙ্গীত নিবন্ধ গণনা: 1
কুষ্টিয়ার আঞ্চলিক সঙ্গীত বলতে লালন সঙ্গীত কেই বোঝায়। এছাড়াও আমাদের অঞ্চলে যে গানগুলো বাঁধা হয় তাঁকেই আমাদের আঞ্চলিক সঙ্গীত বলে আখ্যায়িত।
পাঞ্জু সঙ্গীত নিবন্ধ গণনা: 6
মরমী সাহিত্য ধারায় লালন শাহ্ অত্যন্ত জনপ্রিয়। লালন পরবর্তী মরমী কবিগণের মধ্যে পাঞ্জু শাহের নাম বিশেষ উল্লেখযোগ্য। লালন শাহের আশিবানী ও স্বীকৃতি পাঞ্জুকে মরমী সাধক সমাজে পরিচিত করে তোলে এবং দীর্ঘদিন এ দেশের সাধক মণ্ডলীর পরিচালক রূপে নিয়োজিত রাখে। এ সম্পর্কে খোন্দকার রফি উদ্দিনের মন্তব্য বিশেষ মূল্যবান। তিনি বলেন- “বাংলার সূফী ফকিরদের মধ্যে লালনের স্থান সর্বচ্চো। কিন্তু লালনের তিরোধানের পর যিনি সারা বাংলার ফকির মহলে লালনের শূন্যস্থান পূরণ করে রেখেছিলেন।” অসাধারণ প্রতিভা-ধর লালন শাহের তিরোভাব-জনিত শূন্যতা পূরণের ক্ষমতা নিয়ে জন্মেছিলেন পাঞ্জু শাহ্।
এ কথাটি চিন্তা করলে পাঞ্জু প্রতিভা সম্পর্কে আর দ্বিধাদ্বন্দ্বের অবকাশ থাকে না। বস্তুত পাঞ্জু শাহ্ যথার্থ পূর্বসুরির মর্যাদা উপলব্ধি করেছিলেন। সেজন্যে তিনিও লালনের ভাবশিষ্য হয়েই কাব্য চর্চার আত্ননিয়োগ করেন। ফলে সমকালীন বাংলাদেশে পাঞ্জুর কবি-খ্যাতি ও মরমী ভাব সাধনা বিশেষ প্রভাব বিস্তার করে। তাই দেখা যায়, “লালন শাহের অত্যন্ত বয়ঃকনিষ্ঠ সমসাময়িক” এই সাধক একটি স্বতন্ত্র ঘরানা ও বিশেষ “কাব্য-সঙ্গীত” গোষ্ঠীর উদ্যেক্তা হিসেবে উনিশ শতকের শেষাধে ও বিশ শতকের প্রথমার্ধে এদেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে একটি ব্যতিক্রমধর্মী ক্ষেত্রে বিরাজমান। এসব দিক বিবেচনা করলে পাঞ্জুর জীবনেতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ।
কবি পাঞ্জু শাহ্ ১২৫৮ বঙ্গাব্দের (১৮৫১ খ্রী) ২৮শে শ্রাবণ ঝিনাইদাহ জেলার শৈলকূপা গ্রামে জন্ম গ্রহণ করেন। ঐ সময় কবির পিতা খাদেমালী খোন্দকার এবং কবি মাতা জোহরা বেগম শৈলকূপাতেই তাঁদের নিজস্ব জমিদার ভবনে বাস করতেন।
দেশাত্ববোধক সঙ্গীত নিবন্ধ গণনা: 3
দেশের জন্য যে গান গাওয়া হয়, তাকে মুলত দেশাত্ববোধক গান বলা হয়। বাংলাদেশের অনেক শিল্পী গানের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে আলোকিত করেছেন। অনেক শিল্পী দেশের জন্য বিভিন্ন আন্দোলনে প্রাণ হারিয়েছেন। অনেক শিল্পী তাঁর পরিবার নীড় হারা হয়েছেন। দেশকে ভালোবেসে যারা আন্দোলন করেছেন এবং করছেন তাঁদের প্রতি কুষ্টিয়াশহর.কম এর পক্ষ হতে গভীর শ্রদ্ধা।
নজরুল সঙ্গীত নিবন্ধ গণনা: 1
নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তাঁর সীমিত কর্মজীবনে তিনি ৪,০০০-এরও বেশি গান রচনা করেছেন। পৃথিবীর কোনো ভাষায় একক হাতে এত বেশি সংখ্যক গান রচনার উদাহরণ নেই। এসকল গানের বড় একটি অংশ তাঁরই সুরারোপিত। তাঁর রচিত চল্ চল্ চল্, ঊর্ধগগনে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত। তাঁর কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে। তবে তিনি প্রায়শ তাৎক্ষণিকভাবে লিখতেন; একারণে অনুমান করা হয় প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে বহু গান হারিয়ে গেছে।
মামুন নদীয়া নিবন্ধ গণনা: 20
মামুন নদীয়া (ইংরেজিঃ- Mamun Noida জন্মঃ- ১৮ই ফেব্রুয়ারী ১৯৬৪ - মৃত্যু: ৩১শে মে ২০০৭) তিনি ছিলেন বাংলারই এক নিভৃতচারী বাউল। সর্বদা ধবল রঙের গেরুয়া পরতেন। চশমাপরিহিত মুখটি ছিল শ্যামল নিষ্পাপ । কথাবার্তার ভঙ্গিটি অত্যন্ত বিনীত। বাউল সম্রাট লালনের তীর্থ ভুমি কুষ্টিয়ার হাটশ হরিপুরে দরবেশ রেজন শাঁহ’য়ের মাজারে গুরু রেজন শাঁহ’র অন্যতম অনুসারী কন্ঠ শিল্পী মামুন নদীয়া।