Select your language

নূরের ভেদ বিচার জানা উচিত এবার
নূরের ভেদ বিচার জানা উচিত এবার

নবীজী আর নিরূপ খোদার নূর কি প্রকার

নূরের ভেদ বিচার জানা উচিত এবার।।

নবীজী আর নিরূপ খোদার নূর কি প্রকার।।

নবীর যেন আকার ছিল
তাতে নূর চোয়ায় বল
কি প্রকারে নূর চোয়ায় খোদার।।

আকার বলিতে খোদা
সরাতে নিষেধ সদা
আকার বিনা নূর চোয়ান
প্রমাণ কি তার।

জাত এলাহি ছিল সুতে
কি রূপে এল ছেফাতে;
লালন বলে নূর চিনিলে ঘোচে আঁধার।।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন