নবীতত্ত্ব
নবী বলতে সেসব ব্যক্তিকে বোঝানো হয় যারা দাবি করেন যে ঈশ্বরের সাথে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ বা বার্তা বিনিময় হয়েছে। তত্ত্ব শব্দের অর্থ হলো: তথ্য, স্বরুপ, বিশেষ অর্থ, দর্শন ইত্যাদি।
নবীরা যে সকল শিক্ষা লাভ করেন তা নিঃস্বার্থভাবে অন্যান্য লোকদের মাঝে বিলিয়ে দেন। নবিদের অধিকাংশই মানুষকে সুসংবাদ অথবা সতর্কবার্তা প্রদান করেন। নবীগণ যে বার্তা লাভ করেন তাকে নবুয়াত বলা হয়।
ইহুদি ধর্ম, খ্রিস্টধর্ম, ইসলাম, মরমনবাদ, জরথ্রুস্ত্রবাদ, এবং অন্যান্য ধর্মে নবিগনের কথা উল্লেখ করা হয়েছে। আব্রাহামিক ধর্মসমুহে, দুই ধরনের নবির কথা উল্লেখ করা হয়েছে। এরা হলেন প্রধান নবী এবং অপ্রধান নবী। প্রধান নবীগণ মানুষকে বিভিন্ন রকমের শিক্ষা প্রদান করে থাকেন। অপরদিকে, অপ্রধান নবীগণ পূর্বের নবীগণের শিক্ষাকেই পুনঃবাস্তবায়ন করেন।
-
নবীর তরিকতে দাখিল হলে সকল জানা যায়
কেনরে মন কোলের ঘোরে ঘুরছে ডানে বাঁয়
নবীর তরিকতে দাখিল হলে সকল জানা যায়।।
-
নজর একদিক দিলে আর একদিকে অন্ধকার হয়
নূরে নীরে দুটি নিহার কোনটিরে ঠিক রাখা যায়
নজর একদিক দিলে আর একদিকে অন্ধকার হয়।।
-
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
ফকির হয় কি করলে নাম জিকির
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী।।
-
নবিজী মুরিদ কোন ঘরে
কোন কোন চার এয়ারে এসে চাঁদোয়া ধরে
নবিজী মুরিদ কোন ঘরে।।
-
নূরের ভেদ বিচার জানা উচিত এবার
নবীজী আর নিরূপ খোদার নূর কি প্রকার
নূরের ভেদ বিচার জানা উচিত এবার।।
-
মুরশিদ জানায় যারে সেই জানিতে পায়
জেনে শুনে রাখে মনে সে কি কারো কয়
মুরশিদ জানায় যারে সেই জানিতে পায়
জেনে শুনে রাখে মনে সে কি কারো কয়।। -
ইবলিছের সেজদার ঠাঁই ছেড়ে চাই সেজদা করা
হুজুরী নামাজের আইন এমনি ধারা
ইবলিছের সেজদার ঠাঁই ছেড়ে চাই সেজদা করা
হুজুরী নামাজের আইন এমনি ধারা।। -
খাকি আদমের ভেদ পশু কি বোঝে
আদমের কালেবে খোদা খোদে বিরাজে
খাকি আদমের ভেদ পশু কি বোঝে
আদমের কালেবে খোদা
খোদে বিরাজে।। -
করিয়ে বিবির নিহার রাছুল আমার কৈ ভুলেছে রব্বানা
জাত ছেফাতে দোস্তি করে, কেউ কারেও ভুলেতে পারেনা
করিয়ে বিবির নিহার রাছুল আমার কৈ ভুলেছে রব্বানা
জাত ছেফাতে দোস্তি করে
কেউ কারেও ভুলেতে পারেনা।। -
যে দিন ডিম্বভরে ভেসেছিলেন সাঁই
কে হল তাহার সঙ্গী,কাহারে সুধাই
যে দিন ডিম্বভরে ভেসেছিলেন সাঁই
কে হল তাহার সঙ্গ
কাহারে সুধাই।। -
যে জন সাধকেরই মূল গোড়া
বে মুরিদ বে-তালিম সে-ত,ফিরছে সদায় বেদ ছাড়া
যে জন সাধকেরই মূল গোড়া
বে মুরিদ বে-তালিম সে-ত
ফিরছে সদায় বেদ ছাড়া।। -
তরিকাতে দাখেল না হলে
শরিয়ত হবে সিদ্ধি পড়বি গোলেমালে
তরিকাতে দাখেল না হলে
শরিয়ত হবে সিদ্ধি পড়বি গোলেমালে।। -
মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়
যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়
মুরশিদ রং মহলে সদায় ঝলক দেয়
যার খুলেছে মনের কপাট সেই দেখিতে পায়।। -
কী কালাম আনিলেন নবি সকলের শেষে
রোজা বন্দি সালাত যাকাত পূর্বেও তো জাহের আছে
কী কালাম আনিলেন নবি সকলের শেষে
রোজা বন্দি সালাত যাকাত
পূর্বেও তো জাহের আছে।। -
তোমার মত দয়াল বন্ধু আর পাব না
দেখা দিয়ে অহে রাছুল ছেড়ে যেও না
তোমার মত দয়াল বন্ধু আর পাব না
দেখা দিয়ে অহে রাছুল
ছেড়ে যেও না।।
পাতা 2 এর 2