Select your language

তোমার মত দয়াল বন্ধু আর পাব না
তোমার মত দয়াল বন্ধু আর পাব না

দেখা দিয়ে অহে রাছুল ছেড়ে যেও না

তোমার মত দয়াল বন্ধু আর পাব না
দেখা দিয়ে অহে রাছুল
ছেড়ে যেও না।।

তুমি তো খোদার দোস্ত
অপারের কান্ডারী সত্য
তোমা বিনে পারের লক্ষ্য
আর দেখা যায় না।।

আমরা সব মদিনাবাসী
ছিলাম যেমন বনবাসী
তোমা হতে জ্ঞান পেয়েছি
আছি সান্তনা।।

আসমানী এক আইন দিয়ে
আমাদের সব আনলেন রাহে
এখন মোদের ফাঁকি দিয়ে
ছেড়ে যেও না।।

তোমা বিনে এরুপ শাসন
কে করবে আর দিনের কারণ
লালন বলে আর তো এমন
বাতি জ্বলবে না।।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন