Select your language

হক নাম বল রসনা
হক নাম বল রসনা

যে নাম স্মরণে রে মন যাবে জঠর যাতনা

হক নাম বল রসনা
যে নাম স্মরণে রে মন
যাবে জঠর যাতনা।।

শিয়রে শমন বসে
কখন যেন বাঁধে কসে
রইলে ভুলে বিষয় বিষে
দিশে হল না রে।।

কয়বার যেন ঘুরি ফিরি
পেয়ে এলে মানবপুরী
এবার যেন অলস করি
সে নাম ভুল না।।

এ ভবের ভাই বন্ধু আদি
কেউ না হবে সঙ্গের সাথী
লালন বলে গুরু রথী
কর সাধনা।।

শিল্পীঃ- অঞ্জলি ঘোষ দুর্গা

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন