Select your language

 আর কি পাশা খেলবরে
আর কি পাশা খেলবরে
  • Sub Title: আমার জুড়ি কে আছে

আমার খেলার দিন গিয়েছে

আর কি পাশা খেলবরে
আমার জুড়ি কে আছে

খেলার পাশা যাওয়া আসা
আমার খেলার দিন গিয়েছে ।।

অষ্টগুটি রইলো কাঁচা
কী দিয়ে আরে খেলবো পাশা
ভবকূপে পাই যে সাজা
সাজাই আখের হতেছে ।।

পরের সঙ্গে জন্মাবধি
পাশা খেলায় রইলাম বন্দী
ভবকূপে দিবারাত্রি
কতই ঢেউ মোর উঠতেছে ।।

সিরাজ সাঁই কয় ভাঙরে খেলা
অবহেলায় গেলো বেলা
লালন হলি কামে ভোলা
পাশা ফেলে যাও দেশে ।।

শিল্পীঃ- মুরাদ বাউল

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন