Select your language

মনের হল মতি মন্দ
মনের হল মতি মন্দ

তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ

মনের হল মতি মন্দ
তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ।।

ভব-রঙ্গে থাকি মজে
ভাব দাঁড়ায় না হৃদয় মাঝে
গুরুর দয়া ভবে কিসে
দেখে ভক্তিবিহীন পশুর ছন্দ।।

ত্যজিয়ে রে সুধা রতন
গরল খেয়ে ঘটায় মরণ
মানিলে সাধ গুরুর বচন
তাইতে মূল হারায়ে শেষ হইবে ধন্ধ।।

বালক-বৃদ্ধ সকলি কয়
সাধুচিত্ত আনন্দময়
লালন বলে আমার সদায়
যায়না মনের নিরনন্দ।।

শিল্পীঃ- শফীকুল ইসলাম

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন