Select your language

কোথায় হে দয়াল কান্ডারী
কোথায় হে দয়াল কান্ডারী

ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী

কোথায় হে দয়াল কান্ডারী
ভবতরঙ্গে এসে কিনারায় লাগাও তরী।।

পাপী যদি না তরাবে
পতিত পাবন নাম কে লবে
জীবের দ্বারায় এহি ভবে
নামের ভ্রম যাবে তোমারী।।

যতই করি অপরাধ
তথাপি হে তুমি নাথ,
মারিলে মরি
নিতান্ত বাঁচাও বাঁচিতে পারি।।

সকলকে নিলে পারে
আমাকে চাইলে না ফিরে
লালন কয় এ সংসারে
তোর কি আমি এতই ভারী।।

শিল্পীঃ- টুটুল ভেঁড়ো

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন