Select your language

সাঁই আমার কখন খেলে কোন খেলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা

জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা

সাঁই আমার কখন খেলে কোন খেলা।
জীবের কি সাধ্য আছে
গুণে পড়ে তাই বলা।।

কখনো ধরে আকার কখনো হয় নিরাকার
কেউ বলে আকার সাকার
অপার ভেবে হই ঘোলা।।

অবতার অবতারী সবই সম্ভব তারই।
দেখ জগৎ ভরি এক চাঁদে হয় উজলা।।

ভাণ্ড ব্রহ্মাণ্ড মাঝে
সাঁই বিনে কি খেল আছে।
ফকির লালন কয় নাম ধরে সে
কৃষ্ণ করিম কালা।।

শিল্পীঃ- দিল আফরোজ রেবা

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন