Select your language

এই দেশেতে এই সুখ হল
এই দেশেতে এই সুখ হল

এই দেশেতে এই সুখ হল

এই দেশেতে এই সুখ হল
আবার কোথায় যাই না জানি।
পেয়েছি এক ভাঙ্গা নৌকা
জনম গেল ছেঁচতে পানি।।

কার বা আমি কেবা আমার
প্রাপ্ত বস্তু ঠিক নাহি যার
বৈদিক মেঘে ঘোর অন্ধকার
উদয় হয় না দিনমণি।।

আর কি রে এই পাপীর ভাগ্যে
দয়াল চাঁদের দয়া হবে
আমার দিন এই হালে যাবে
বহিয়া পাপের তরণী।।

কার দোষ দিব এই ভুবনে
হীন হয়েছি ভজন গুণে
লালন বলে কত দিনে
পাব সাঁইর চরণ দুখানি।।

শিল্পীঃ সাহাবুল (Sahabul):

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন