Select your language

লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে
লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে

লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে

লীলার যার নাইরে সীমা কোন সময় কোন রুপ সে ধরে।
সাঁইর লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে।।

গঙ্গায় রইলে গঙ্গাজল হয়
গর্তে গেলে কূপজল কয়
বেদ বিচারে।
তেমনি সাঁই এর বিভিন্ন নাম
জানায় পাত্র অনুসারে।।

আপন ঘরে আপনি ঘরী
আপনি করে রসের চুরি
ঘরে ঘরে।
আপনি করে ম্যাজেস্টারি
আপন পায়ে বেড়ি পরে।।

একেতে বয় অনন্ত ধারা
তুমি আমি নাম বেওয়ারা
ভবের পরে।
লালন কয়, এই আমার আমি
জানলে ধাঁধাঁ যেত দুরে।।

শিল্পীঃ- সুদীপ্ত শেখর মৃধা

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন