প্রয়োজনে ফোন করুন:
+88 01978 334233

ভাষা পরিবর্তনঃ

Cart empty

ফরিদা পারভীন

ফরিদা পারভীন Farida Parveen (ডিসেম্বর ৩১, ১৯৫৪) বাংলাদেশের একজন স্বনামধন্য কণ্ঠশিল্পী। তিনি মূলত পল্লীগীতি গেয়ে থাকেন বিশেষ করে তিনি লালন সঙ্গীতের জন্য বেশি জনপ্রিয়। জন্ম নাটোরে হলেও বড় হয়েছেন কুষ্টিয়ায়। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারে নজরুল সঙ্গীতের জন্য নির্বাচিত হন । নজরুলগীতি দিয়ে শুরু করলেও তিনি পরবর্তীতে দেশাত্মবোধক গেয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন ১৯৭৩ সালের দিকে।

Farida Parveen (born December 31, 1954) is a Bangladeshi folk singer. She specializes in Lalon song and has helped its popularity in Bangladesh. She has won the Ekushey Padak.

ক্ষম ক্ষম অপরাধ

দাসের পানে একবার চাও হে দয়াময়

ক্ষম ক্ষম অপরাধ
দাসের পানে একবার চাও হে দয়াময়।

বড় সঙ্কটে পড়িয়া দয়াল
বারে বার ডাকি তোমায়।।

করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন

প্রেম সাধিতে ফাঁপরে উঠে

করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন।
প্রেম সাধিতে ফাঁপরে উঠে
কাম নদীর তুফান।।

পড়গা নামাজ জেনে শুনে

নিয়্যাত বাঁধগা মানুষ মক্কাপানে

পড়গা নামাজ জেনে শুনে
নিয়্যাত বাঁধগা মানুষ মক্কাপানে।।

আমার মন চোরারে কোথা পাই

কোথা যাই, ও মন আজ কিসে বোঝাই

আমার মন চোরারে কোথা পাই।।
কোথা যাই, ও মন আজ কিসে বোঝাই
আমার মন চোরারে কোথা পাই।।

অবোধ মন তোরে আর কি বলি

পেয়ে ধন সে ধন সব হারালি

অবোধ মন তোরে আর কি বলি।
পেয়ে ধন সে ধন সব হারালি।।

মওলা বলে ডাক রসনা

গেল দিন ছাড় বিষয় বাসনা

মওলা বলে ডাক রসনা
গেল দিন ছাড় বিষয় বাসনা।।

নিগূঢ় প্রেম

নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি

নিগূঢ় প্রেম কথাটি তাই আজ আমি
শুধায় কার কাছে।
যে প্রেমেতে আল্লাহ নবি মেরাজ করেছে।।

পাপ পুণ্য

পাপ পূণ্যের কথা আমি কারে বা শুধাই

পাপ পূণ্যের কথা আমি কারে বা শুধাই
এই দেশে যা পাপ গন্য
অন্য দেশে পূণ্য তাই।।

রূপরেখা

পাবে সামান্যে কি তাঁর দেখা

পাবে সামান্যে কি তাঁর দেখা
বেদে নাই যার রূপরেখা।।

আজব কারখানা

জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা

জাত গেল জাত গেল বলে এ কি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি সব দেখি তা-না-না-না।।

ঘরের খবর...

আপন ঘরের খবর নে না

আপন ঘরের খবর নে না
অনায়াসে দেখতে পাবি
কোনখানে কার বারামখানা।।

নবীর নৌকা

পারে কে যাবি নবীর নৌকাতে আয়

পারে কে যাবি নবীর নৌকাতে আয়
রূপকাষ্ঠের নৌকাখানি
নাই ডুবার ভয়।।

সত্য বল

সত্য বল সুপথে চল ওরে আমার মন

সত্য বল সুপথে চল ওরে আমার মন
সত্য সুপথ না চিনিলে
পাবি নে মানুষের দরশন।।

কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গাঁয়

কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গাঁয়

কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গাঁয়
আমি বসে আছি আশা-সিন্ধুর তীরে সদাই।।

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শী বসত করে

আমি একদিনও না দেখিলাম তারে

বাড়ির কাছে আরশী নগর
(একঘর) সেথা পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে।।

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী পারে
বাঞ্ছা করি দেখব তারে
(আমি) কেমনে সেথা যাই রে।।

কি বলব পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা নাই-রে
ক্ষণেক থাকে শূণ্যের উপর
(ওসে) ক্ষণেক ভাসে নীরে।।

পড়শী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো দূরে।
সে আর লালন একখানে রয়
(তবু) লক্ষ যোজন ফাঁক রে।।

শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen):

অচিন পাখি

খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়

খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়
ধরতে পারলে মন-বেড়ি দিতাম তাহার পায়।।

মিলন হবে কত দিনে

আমার মনের মানুষের সনে

মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।

তিন পাগলে হলো মেলা নদে এসে

তোরা কেউ যাস নে ও পাগলের কাছে

তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
তিন পাগলে হলো মেলা নদে এসে॥

যেখানে সাঁইর বারামখানা

শুনিলে প্রাণ চমকে উঠে

শুনিলে প্রাণ চমকে উঠে
দেখতে যেমন ভুজঙ্গনা ।।

আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে

আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে

আল্লাহ্ কে বোঝে তোমার অপার লীলে।
আপনি আল্লাহ্ ডাকো আল্লাহ্ বলে।।

নিরাকারে তুমি নূরী ছিলে ডিম্ব অবতারী।
সাকারে সৃজন করলে ত্রিভুবন
আকারে চমৎকার ভাব দেখালে।।

নিরাকার নিগম ধ্বনি
সেও তো সত্য সবাই জানি।
তুমি আগমের ফুল নিগমে রসুল
আদমের ধড়ে জান হইলে।।

আত্মতত্ত্ব জানে যারা
সাঁইর নিগূঢ় লীলা দেখছে তারা।
তুমি নীরে নিরঞ্জন অকৈতব ধন।
লালন খুঁজে বেড়ায় বনজঙ্গলে।।

শিল্পীঃ ফরিদা পারভীন (Farida Parveen)

পাতা 1 এর 2

Close
আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেছে। বর্তমানে আমাদের শুধু টুইটার রয়েছে।

নতুন তথ্য

নতুন লালন গীতি

  • মনের হল মতি মন্দ
    তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ মনের হল মতি মন্দ তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ।।
  • এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন
    কেবা জাগে কেবা ঘুমায় কে কারে দেখায় স্বপন এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। কেবা জাগে কেবা ঘুমায় কে কারে...
  • ক্ষম ক্ষম অপরাধ
    দাসের পানে একবার চাও হে দয়াময় ক্ষম ক্ষম অপরাধ দাসের পানে একবার চাও হে দয়াময়। বড় সঙ্কটে পড়িয়া দয়াল...
  • চাঁদের গায়ে চাঁদ লেগেছে
    আমরা ভেবে করব কী চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কী ঝিয়ের পেটে মায়ের জন্ম তাকে তোমরা বলো কী।।
  • কে তাহারে চিনতে পারে
    এসে মদীনায় তরিক জানায় এ সংসারে ভবে কে তাহারে চিনতে পারে এসে মদীনায় তরিক জানায় এ সংসারে।।

® সর্ব-সংরক্ষিত কুষ্টিয়াশহর.কম™ 2014-2023

1625532
আজকের ভিজিটরঃ আজকের ভিজিটরঃ 137

প্রতিষ্ঠাতা এবং প্রকাশকঃ- মোঃ সালেক উদ্দিন শেখ

We Bangla

Go to top