Select your language

কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা

শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা

কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা।।

শূন্যভরে পোস্তা করে তার উপর ছাদ আঁটা।।

অনন্ত কুঠরি থরে থর
চারদিকে আয়না-মহল তার
হাওয়ার পথ নাই, রূপ দেখা যায় মণি-মাণিক্যের ছটা।।

যেদিন যাবে রসিক চাঁদ সরে
হাওয়ার প্রবেশ হবে সেই ঘরে
নিভাইলে রসের বাতি ভেসে যাবে সব ঘটা।।

দেখিতে বাসনা যার হয়
দিল-দরিয়ায় ডুবলে দেখা যায়
লালন বলে, কল ছুটিলে কার আর দেখবি কেটা।।

শিল্পীঃ- প্রমিলা বিশ্বাস

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন