বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ইমেইল kushtia.contact@gmail.com অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

রব ফকির

রব ফকির

কালো রংয়ের খর্বকায় রব ফকির (ROB FAKIR) গলায় দোতারা ঝুলিয়ে অপূর্ব ভঙ্গিমায় গান করেন, তাঁর ভাষায় – "আমার দেহটাই দোতারা, লালনের গানই আমার ধর্ম"।

সল্পভাষী রবের বয়স প্রায় ৪৮, বাড়ী কুষ্টিয়ার বাড়াদী। তাঁর বাবা সাধুগুরুদের ভালোবাসতেন, ছোট বেলায় বাবার সাইকেলে চড়ে রব লালনের আখড়ায় যেতেন। সেখানেই ওস্তাদের সাথে পরিচয় ভাব বিনিময়। রব ফকির এ বয়সেও সাদা পাঞ্চাবি গায়ে সাইকেল চালিয়ে আঁখরাবাড়ীতে আসে, পিঠে ঝুলানো থাকে সালু কাপড়ে মোড়ানো দোতারা।

  • কে তাহারে চিনতে পারে

    এসে মদীনায় তরিক জানায় এ সংসারে

    ভবে কে তাহারে চিনতে পারে
    এসে মদীনায় তরিক জানায় এ সংসারে।।

  • নামাজ আদায় কই হইলো আমার

    নিজের মনকে করলাম সোজা বিবির মনে গোল রইলো

    নিজের মনকে করলাম সোজা
    বিবির মনে গোল রইলো
    নামাজ আদায় কই হইলো আমার।।

  • নবী দিনের রাসুল খোদার মশগুল

    ভুল করিলে মরবি প্রাণে হারাবি দুই কুল

    নবী দিনের রাসুল খোদার মশগুল।
    ভুল করিলে মরবি প্রাণে হারাবি দুই কুল।।

  • দয়া কর মোরে গো

    বেলা ডুবে এলো

    গুরু, দয়া কর মোরে গো
    বেলা ডুবে এলো।
    তোমার চরন পাবার আশে, রইলাম বসে
    সময় বয়ে গেল।।
  • সব সৃষ্টি করলো যে জন

    তারে সৃষ্টি কে করেছে

    সব সৃষ্টি করলো যে জন
    তারে সৃষ্টি কে করেছে।
    সৃষ্টি ছাড়া কি রূপে সে
    সৃষ্টিকর্তা নাম ধরেছে।।
  • আল্লাহ্‌ বলো মনরে পাখি - মন পাখি

    ভবে কেউ হবেনা সাথের সাথী

    আল্লাহ্‌ বলো মনরে পাখি
    ভবে কেউ হবেনা সাথের সাথী।।

  • গেড়ে গাঙের ও ক্ষেপা

    হাপুর-হুপুর ডুব পাড়িলি

    গেড়ে গাঙের ও ক্ষেপা
    হাপুর-হুপুর ডুব পাড়িলি।।
  • শব্দের ঘরে নিঃশব্দ করে

    সদাই তাঁরা আছেন জুড়ে

    শব্দের ঘরে নিঃশব্দ করে
    সদাই তাঁরা আছেন জুড়ে ।।
  • সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে

    অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে

    সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে।
    অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে।।

  • দেখ না রে মন পুনর্জন্ম কোথা হতে হয়

    মরে যদি ফিরে আসে স্বর্গনরক কে বা পায়

    দেখ না রে মন পুনর্জনম কোথা হতে হয়।
    মরে যদি ফিরে আসে স্বর্গনরক কে বা পায়।।
  • জগত মুক্তিতে ভুলালেন সাঁই

    ভক্তি দাওহে যাতে চরণ পাই

    জগত মুক্তিতে ভোলালেন সাঁই
    ভক্তি দাওহে যাতে চরণ পাই।।

  • যে পথে সাঁই চলে ফেরে

    তার খবর কে করে

    যে পথে সাঁই চলে ফেরে
    তার খবর কে করে।।

  • গোষ্ঠে চল হরি মুরালী

    লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী

    লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী
    গোষ্ঠে চল হরি মুরালী।।

  • ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়

    আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়

    ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়
    আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়।।

    সুঁইছিদ্রে চালায় হাতি
  • ভোজবাজি

    আমি দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার

    দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার
    দেখতে দেখতে কেবা কোথা যায়।
  • সবে কি হবে ভবে ধর্মপরায়ণ

    যার যা ধর্ম সেই সে করে

    যার যা ধর্ম সেই সে করে
    তোমার বলা অকারণ।।

    কাঁটার মুখ কেউ চাঁছে না
    ময়ূর চিত্র কেউ করে না।
  • মানুষ মানুষ সবাই বলে

    আছে কোন মানুষের বসত কোন দলে

    মানুষ মানুষ সবাই বলে।
    আছে কোন মানুষের বসত কোন দলে।।

  • রব ফকির - Rob Fokir

    বাউল আব্দুর রব ফকির ওরফে গোপাল শাহ্‌, কালো রংয়ের খর্বকায় রব ফকির গলায় দোতারা ঝুলিয়ে অপূর্ব ভঙ্গিমায় গান করেন, তাঁর ভাষায় –

    "আমার দেহটাই দোতারা, লালনের গানই আমার ধর্ম"

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন
আমরা কুকিজ ব্যবহার করি
আমরা আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি। তাদের মধ্যে কিছু সাইট পরিচালনার জন্য অপরিহার্য, অন্যরা আমাদের এই সাইট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে (কুকিজ ট্র্যাক করা)। আপনি কুকিজকে অনুমতি দিতে চান কিনা তা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। দয়া করে মনে রাখবেন যে আপনি যদি সেগুলি প্রত্যাখ্যান করেন তবে আপনি সাইটের সমস্ত কার্যকারিতা ব্যবহার করতে পারবেন না।