বাংলা তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে আমাদের এই প্রয়াস। ইতিহাস এবং ঐতিহ্যর তথ্য দিতে চাইলে ইমেইল kushtia.contact@gmail.com অথবা ফোন করুনঃ- ০১৯৭৮ ৩৩ ৪২ ৩৩

Select your language

লাল মিয়া বয়াতি

লাল মিয়া বয়াতি

সুফি মোহাম্মদ লাল মিয়া বয়াতি চিশতী নিজামি।

হাটিপাড়া, তারাব, রুপগঞ্জ, নারায়ণগঞ্জে ১৯৪৮ সালের ৫ই আগস্ট সুফি মোহাম্মদ লাল মিয়া জন্ম গ্রহন করেন। তার পিতার নাম এলাহি বক্স। তিনি ২০ বৎসর বয়সে তার মামা রহমালি প্রধান এর কাছে সঙ্গীতের শিক্ষা নেন।

পরবর্তীতে তিনি বিচার গানের সম্রাট 'আবদুল হালিম বয়াতি নিজামি এর কাছে শীষ্যত্ব গ্রহন করেন। তিনি ৩৫ বৎসর বয়সে 'সুর মালা' থেকে প্রথম গানের এ্যালবাম বের করেন। তিনি এ যাবত ১০০০ এরও বেশি এ্যালবাম বের করেছেন। এর মধ্যে তার নিজের লেখা ও সুর করা ১০০ গানের মধ্যে ৫০০ টি গান প্রকাশ করেছেন।

তার দাবি তিনিই প্রথম 'সাধক রাধারমন দত্তের' বন মালি তুমি পরো জনমে হইয় রাধা ও 'কবিয়াল বিজয় সরকারের' প্রথম যেদিন দেখেছি মনে আগুন... এই গান গুলু এ্যালবামে প্রকাশ করেন। পরবর্তীতে তিনি হযরত মাওলানা শাহ্‌ সুফী মাখদুম মোহাম্মদ খাজা ইশ্রাঈল চিশতী নিজামি (ঢাকা- লালবাগ) এর কাছে চিশতী নিজামি তরীকায় খেলাফত প্রাপ্ত হন। বর্তমানে তার শীষ্য সংখ্যা ৩০০ জনের অধিক। প্রতি বৎসর তার আখড়ায় আরবি সফর মাসের ২৪-২৭ তারিখ তিনদিন ব্যাপি সাধুসঙ্গ ও ভাব গানের আসর বসে। তিনি মমতাজ এর সাথে যৌথভাবে ১১ টি এ্যালবাম বের করেছেন। এছাড়াও তিনি শাহ্‌ জাহান সরকার, রেনু পারভিন, রতন সরকার, মোস্তফা বয়াতি, কামরুল দেওয়ান, সেলিনা সরকার, মফিজ দেওয়ান, চান মিয়া, রজ্জব আলী, সুনীল কর্মকার, হালিম বয়াতি, দলিল উদ্দিন, মাখন দেওয়ান, আবুল সরকার-(বড়), পরস দেওয়ান, কাজল দেওয়ান সহ আরও অনেকের সাথে পালা গান করেছেন।

  • দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারী

    তুমি তাড়াইয়া দিওনা দয়াল কাতরে বিনয় করি

    দ্বার খুলে দাও দয়াল
    আমি তোমার দয়ার ভিখারী

  • বাউল

    বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন
আমরা কুকিজ ব্যবহার করি
আমরা আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করি। তাদের মধ্যে কিছু সাইট পরিচালনার জন্য অপরিহার্য, অন্যরা আমাদের এই সাইট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করে (কুকিজ ট্র্যাক করা)। আপনি কুকিজকে অনুমতি দিতে চান কিনা তা আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। দয়া করে মনে রাখবেন যে আপনি যদি সেগুলি প্রত্যাখ্যান করেন তবে আপনি সাইটের সমস্ত কার্যকারিতা ব্যবহার করতে পারবেন না।