Select your language

মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই
মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই

কায়া ধারী হয়ে কেন তার ছায়া নাই

মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই।
কায়া ধারী হয়ে কেন তার ছায়া নাই।।

ছায়াহীন যার কায়া
ত্রিভূবনে তারই ছায়া
এই কথাটির মর্ম লওয়া
অবশ্য চাই।।

কী দিব তুলনা তারে
খুঁজে না পাই এ সংসারে
মেঘে যেমন ছায়া ধরে
ধূপের সময়।।

ছায়াহীন যারে দেখি
শরিক নাই যার সেই লা-শরিকি
লালন বলে তার হাকিকি
বলিতে ডরাই।।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন