Select your language

সপ্ততালা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়
সপ্ততালা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়

হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়

সপ্ততালা ভেদ করিলে হাওয়ার ঘরে যাওয়া যায়।
হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষ ধরা যায়।।

হাওয়াতে হাওয়া মিশায়ে
যাও রে মন উজান বেয়ে
জলের বারি লাগবে নারে
যদি গুরুর দয়া হয়।।

গুরুপদে যার মন ডুবেছে রে
সেকি ঘরে রইতে পারে
রত্ন থাকে যত্নের ঘরে
কোন সন্ধানে ধরবি তাই।।

মৃণালের পর আছে স্থিতি
রূপের ছটা ধরবি যদি
লালন কয় তার গতাগতি
সেইখানেতে চাঁদ উদয় হয়।।

শিল্পীঃ- আকাশ

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন