বাউল
বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।
বাউল (Baul) শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে। কেউ বলেন 'বাতুল' থেকে 'বাউল' হয়েছে, কারো মতে 'বজ্রী' থেকে কিংবা 'বজ্রকুল' থেকে বাউল শব্দটি এসেছে। কেউ কেউ বলেন 'আউল' শব্দ থেকে 'বাউল হয়েছে। ইতিহাসবিদদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়। এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধববিবি। বীরভদ্র নামে এক বৈষ্ণব মহাজন সেই সময়ে একে জনপ্রিয় করে তোলেন।
বাংলাদেশের কুষ্টিয়া-পাবনা এলাকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বীরভূম-বোলপুর-জয়দেবকেন্দুলি পর্যন্ত বাউলদের বিস্তৃতি। বাউলদের মধ্যে গৃহী ও সন্ন্যাসী দুই প্রকারই রয়েছে। বাউলরা তাদের গুরুর আখড়ায় সাধনা করে। প্রতি বৎসর পৌষ সংক্রান্তির দিন বীরভূমের জয়দেব-কেন্দুলিতে বাউলদের একটি মেলা শুরু হয়, যা "জয়দেব বাউলমেলা" নামে বিখ্যাত।
-
আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে
নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে
আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে ।
নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে।। -
আজব আয়না-মহল মণি গভীরে
আজব আয়না-মহল মণি গভীরে
আজব আয়না-মহল মণি গভীরে।
সেথা সতত বিরাজে সাঁই মেরে।। -
আল্লাহ্ বলো মনরে পাখি - মন পাখি
ভবে কেউ হবেনা সাথের সাথী
আল্লাহ্ বলো মনরে পাখি
ভবে কেউ হবেনা সাথের সাথী।। -
গেড়ে গাঙের ও ক্ষেপা
হাপুর-হুপুর ডুব পাড়িলি
গেড়ে গাঙের ও ক্ষেপা
হাপুর-হুপুর ডুব পাড়িলি।। -
শুদ্ধ প্রেমরাগে ডুবে থাক রে আমার মন
স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান
শুদ্ধ প্রেমরাগে ডুবে থাক রে আমার মন।
স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান।। -
চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার
আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী
আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী
এ জ্বলনে জ্বলবে ওহে দয়েশ্বর। -
আপন মনে যাহার গরল মাখা থাকে
যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে
আপন মনে যাহার গরল মাখা থাকে ।
যেখানে যায় সুধার আশে সেথা গরল দেখে।। -
গোষ্ঠে আর যাব না মাগো
বলাই দাদার দয়া নাই প্রাণে
বলাই দাদার দয়া নাই প্রাণে
গোষ্ঠে আর যাব না মাগো
দাদা বলাই এর সনে ।। -
শব্দের ঘরে নিঃশব্দ করে
সদাই তাঁরা আছেন জুড়ে
শব্দের ঘরে নিঃশব্দ করে
সদাই তাঁরা আছেন জুড়ে ।। -
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে
অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে
সাধ্য কিরে আমার সেরূপ চিনিতে।
অহর্নিশি মায়ার ঠুসি জ্ঞানচক্ষেতে।।
-
দেখ না রে মন পুনর্জন্ম কোথা হতে হয়
মরে যদি ফিরে আসে স্বর্গনরক কে বা পায়
দেখ না রে মন পুনর্জনম কোথা হতে হয়।
মরে যদি ফিরে আসে স্বর্গনরক কে বা পায়।। -
জগত মুক্তিতে ভুলালেন সাঁই
ভক্তি দাওহে যাতে চরণ পাই
জগত মুক্তিতে ভোলালেন সাঁই
ভক্তি দাওহে যাতে চরণ পাই।।
-
যে পথে সাঁই চলে ফেরে
তার খবর কে করে
যে পথে সাঁই চলে ফেরে
তার খবর কে করে।।
-
গোষ্ঠে চল হরি মুরালী
লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী
লয়ে গো ধন গোষ্ঠের কানন চল গোকুল বিহারী
গোষ্ঠে চল হরি মুরালী।।
-
ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়
আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়
ধন্য আশেকিজনা এ দীন দুনিয়ায়
আশেক জোরে গগণের চাঁদ পাতালে নামায়।।
সুঁইছিদ্রে চালায় হাতি
-
ভোজবাজি
আমি দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখলাম এ সংসার ভোজবাজি প্রকার
দেখতে দেখতে কেবা কোথা যায়। -
শেষ হলো ১২৫তম লালন মেলা ২০১৫
Lalon Mela 2015
প্রতি বছরের ন্যায় এইবার ও ভালো ভাবে শেষ হলো লালন তিরোধান উপলক্ষে, লালন মেলা ২০১৫। বাংলাদেশের প্রতিটি অঞ্চল এবং বিশ্বের অনেক স্থান থেকে লালন ভক্তরা ছুটে এসেছিলেন এই মিলন মেলায়। প্রতি বছরের তুলনায় এই বার একটু বেশী ভক্তদের আনাগোনা দেখা গেছে।
-
মেরিনা তুই আমায় কাঁদালি
মেরিনা তুই আমায় জ্বালালি
মেরিনা মেরিনা মেরিনা মেরিনা
মেরিনা তুই আমায় কাঁদালি -
কি হবে আমারো গতি
দয়াল কি হবে আমারো গতি
কি হবে আমারো গতি
দয়াল কি হবে আমারো গতি
কি হবে আমারো গতি। -
কাল ভুজঙ্গ কালা কালে ছোবল মারিস না
কাল ভুজঙ্গ কালা কালে ছোবল মারিস না
কাল ভুজঙ্গ কালা কালে ছোবল মারিস না
মায়া শশী বিষের হাঁসি আর হেসো না।
পাতা 18 এর 22