Select your language

আল্লাহ্‌ বলো মন রে পাখী
আল্লাহ্‌ বলো মন রে পাখী

ভবে কেউ হবেনা সাথের সাথী

আল্লাহ্‌ বলো মনরে পাখি
ভবে কেউ হবেনা সাথের সাথী।।

হাওয়া বন্ধ হলে সন্মন্ধ কিছু নাই।
ঘরের বাহির করবে সবাই
সে দিন কেবা আপন পড় কে তখন
এই খেদে ঝরবে আঁখি।।

ভুলনা ভবের ভ্রান্ত কাজে।
আখেরে সব কারয মিশে
আসতে একা যেতে একা
এভব পিরীতের ফল কি।।

গোরের কিনারায় যখন নিয়ে যায়।
কাঁদিয়ে সবাই জীবন ছাড়তে চায়
লালন ভেবে কয়
কেহ কারো গোরে যাবে না
থাকতে হবে একাকী।।

শিল্পীঃ রব ফকির (Rob Fakir):

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন