Select your language

মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি
মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি

কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী

মধুর দেল দরিয়ায় ডুবিয়া কর ফকিরি।
কর ফকিরি চাড় ফকিরী, হবে আখেরী।।

খোদার তত্ত্ব বান্দার দেল যথা
বলেছে কোরানে খোদে খোদ কর্তা
আজাজিলের পর হল খাতাদার
মন না ডুবিলি গভীরি।।

জানতে হয় সে দলের চৌদ্দ ঘর
আঠার মোকাম চারেতে প্রচার
লা-মোকাম তাহার উপর
নিজের আসন সেই পুরী।।

দেল-দরিয়ার ডুবারু যে হয়
আলখানার ভেদ সেই জানতে পায়
আলে আজব কল, দ্বিদলে আরাম
ফকির লালন খোঁজে বাহিরী।।

শিল্পীঃ করিম শাহ্‌ (Korim Shah):

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন