Select your language

আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে
আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে

নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে

আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে ।
নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে।।

আহাদ নামে পরোয়ার
আহাম্মদ রূপে সে এবার
জন্মমৃত্যু হয় যদি তার
শরার আইন কই চলে ।।

নবি যারে মানিতে হয়
উচিৎ বটে তাই জেনে লয়
পুরুষ কি সে প্রকৃতি কায়
সৃষ্টির সৃজন কালে ।।

আহাদ নামে কেন রে ভাই
মানবলীলা করিলেন সাঁই
লালন বলে তবে কেন যাই
অদেখা ভাবুক দলে ।।

শিল্পীঃ করিম শাহ্‌ (Korim Shah):

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন