Select your language

জগত মুক্তিতে ভুলালেন সাঁই
জগত মুক্তিতে ভুলালেন সাঁই

ভক্তি দাওহে যাতে চরণ পাই

জগত মুক্তিতে ভোলালেন সাঁই
ভক্তি দাওহে যাতে চরণ পাই।।

ভক্তিপদ বন্দ চিত্ত করে
মুক্তিপদ দিচ্ছ সবারে
যাতে জীব ব্রহ্মাণ্ড ঘুরে
কাণ্ড তোমার দেখতে পাই।

রাঙ্গা চরণ দেখবো বলে
বাঞ্ছা সদাই হৃদকমলে
তোমার নামের মিঠায় মন মজেছে
রূপ কেমন তাই দেখতে চাই।

চরণের ঐ যোগ্য মন নয়
তথাপি ঐ রাঙ্গা চরণ চাই
লালন বলে হে দয়াময়
দয়া কর আজ আমায়।।

শিল্পীঃ রব ফকির (Rob Fakir):

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন