Select your language

এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি
এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি

তুমি ডুবায়ে ভাসাতে পারো ভাসায়ে কিনার দাও কারো

এলাহি আলামিন গো আল্লাহ
বাদশা আলমপানা তুমি।।

তুমি ডুবায়ে ভাসাতে পারো
ভাসায়ে কিনার দাও কারো
রাখো মারো হাত তোমারও
তাইতো তোমায় ডাকি আমি।।

নূহ্ নামে নবীজিরে
ডুবায়ে অকূল পাথারে
আবার তারে মেহের করে
আপনি লাগাও কিনারে
জাহের আছে ত্রিসংসারে
আমায় দয়া কর স্বামী।।

নিজাম নামে পাপী সে তো
পাপেতে ডুবিয়া রইত
তার মনে সুমতি দিলে
কুমতি তার গেল চলে
আউলিয়া নাম খাতায় লিখিলে
জানা গেল ঐ রহমে।।

নবী না মানে যারা
মোহাহেদ কাফের তারা
সেই মোহাহেদ দায়মাল হবে
বেহিসাবে দোজখে যাবে
আবার তারে খালাস দিলে
লালন কয় মোর কি হয় জানি।।

শিল্পীঃ করিম শাহ্‌ (Korim Shah):

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন