Select your language

আছে ভাবের তালা যে ঘরে
আছে ভাবের তালা যে ঘরে

সেই ঘরে সাঁই বাস করে

আছে ভাবের তালা যে ঘরে
সেই ঘরে সাঁই বাস করে।।

ভাব দিয়ে খোল ভাবের তালা
দেখবি সেই অটলের খেলা
ঘুচে যাবে মনের ঘোলা
থাকলে সে রুপ নিহারে।।

ভাবের ঘরে কী মুরতি
ভাবের লন্ঠন ভাবের বাতি
ভাবের বিভাব হয় এক রতি
ওমনি সে রুপ যায় সরে।।

ভাব নইলে ভক্তি কী হয়
ভেবে বুঝে দেখ মনুরায়
যার যে ভাব সেই জানতে পায়
লালন কয় বিনয় করে।।

শিল্পীঃ- নাহিদা পারভীন স্বপ্না

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন