Select your language

এমন মানবজনম আর কি হবে
এমন মানবজনম আর কি হবে

মন যা করো ত্বরায় করো এই ভবে

এমন মানব জনম আর কি হবে
মন যা করো ত্বরায় করো এই ভবে।।

অনন্ত রূপ সৃষ্টি করলেন সাঁই
শুনি মানবের উত্তম কিছু নাই
দেব-দেবতাগণ করে আরাধন
জন্ম নিতে এই মানবে।।

কত ভাগ্যের ফলে না জানি
পেয়েছ এই মানব-তরণী
বেয়ে যাও ত্বরায়, তোমার সুধারাই
যেন ভারা না ডোবে।।

মানুষে করতে মাধুর্য ভজন
তাইতে মানবরূপে গঠলেন নিরঞ্জন
এবার ঠকলে আর না দেখি কিনার
লালন কয় কাতরভাবে।।

শিল্পীঃ- রুনা লায়লা

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন