Select your language

মন তুই করলি একি ইতরপনা
মন তুই করলি একি ইতরপনা

দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা

মন তুই করলি একি ইতরপনা
দুগ্ধেতে যেমন রে তোর মিশিলো চোনা।।

শুদ্ধরাগে থাকতে যদি
হাতে পেতে অটলনিধি।
বলি মন তাই নিরবধি বাগ মানে না।।

কি বৈদিকে ঘিরলো হৃদয়
হলো না সুরাগের উদয়।
নয়ন থাকিতে সদাই হলি কানা।।

বাপের ধন তোর খেলো সর্পে
জ্ঞানচক্ষু নাই দেখবি কবে।
লালন বলে হিসাব কালে যাবে জানা।।

শিল্পীঃ টুনটুন শাহ ফকির (Tuntun Shah Fakir):

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন