Select your language

দয়া কর মোরে গো
দয়া কর মোরে গো

বেলা ডুবে এলো

গুরু, দয়া কর মোরে গো
বেলা ডুবে এলো।
তোমার চরন পাবার আশে, রইলাম বসে
সময় বয়ে গেল।।

আমি অমূল্য ধন লয়ে হাতে
ভবে এসেছিলাম ব্যাপার বলে।
ছয় জন বোম্বেটে জুটে আমার পথ ভুলায়ে
সে ধন লুটে নিল।।

আমার বেলা গেল, সন্ধ্যা হল
যম-রাজা ডমকা বাজাইল।
মহাকাল ঘিরে এলো,
সঙ্গের সাথী, কে না রহিল।।

আমার কি হবে আন্তিমকালে
আমি রয়েছি বিনা সম্বলে।
অধীন পাঞ্জু বলে
গুরু ভুলে, সাধের জনম বিফলেতে গেল।।

শিল্পীঃ- রব ফকীর

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন