Select your language

চাঁদ আছে চাঁদে ঘেরা
চাঁদ আছে চাঁদে ঘেরা

রুপের গাছ

চাঁদ আছে চাঁদে ঘেরা
কেমন করে সে চাঁদ
ধরবি গো তোরা।।

লক্ষ লক্ষ চাঁদে করেছে শোভা
তাহার মাঝে অধরচাঁদের আভা
একবার দৃষ্টি করে দেখি, ঠিক থাকে না আঁখি
রুপের কিরণে চমকে পারা।।
রুপের গাছে চাঁদফল ধরেছে তাই
থেকে থেকে ঝলক দেখা যায়
অসে চাঁদের বাজার দেখে, চাঁদ ঘুরানি লেগে
দেখিস যেন হসনে জ্ঞানহারা।।

আলেক নামে শহর আজব কুদরাতি
রাতে উদয় ভানু দিবসে বাতি
যেজন আলেকের খবর জানে দৃষ্টি হয় নয়নে
লালন বলে সে চাঁদ দেখেছে তাঁরা।।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন