Select your language

দিবানিশি থেকোরে সবে মন বা-হুসিয়ারী
দিবানিশি থেকোরে সবে মন বা-হুসিয়ারী

রাসূল বলে এ দুনিয়া মিছে ঝাকমারি

রাসূল বলে এ দুনিয়া মিছে ঝাকমারি
দিবানিশি থেকোরে সবে মন বা-হুসিয়ারী।।

পড়িও আউজুবিল্লা
দূরে যাবে লানত উল্লা
মুরশিদরূপ করিলে হিল্লা
শংকা যায় তারই।।

জাহের বাতেন সব ছফিনায়
পুসিদার ভেদ দিলেম সিনায়
ওমনি মতন তোমরা সবায়
বল সবারই।।

অবোধ অভক্ত জনা
তারে গুপ্ত ভেদ বলো না
বলিলে সে মানিবে না
করবে অহংকারী।।

তোমরা সব খলিফা রইলে
যে যাহা বোঝে দিও বলে
লালন বলে রাসুলের এই নছিয়েত জারী।।

শিল্পীঃ- টুনটুন ফকির

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন