Select your language

পড়ে ভূত আর হোসনে মনরায়
পড়ে ভূত আর হোসনে মনরায়

কোন হরফে কী ভেদ আছে নিহাজ করে জানতে হয়

পড়ে ভূত আর হোসনে মনরায়।
কোন হরফে কী ভেদ আছে নিহাজ করে জানতে হয়।।

আলেফ হে আর মিম দালেতে
আহাম্মদ নাম লিখা যায়
মিম হরফটি নফি করে
দেখ না খোদা কারে কয়।।

আকার ছেড়ে নিরাকারে
ভজলি রে আধেলার প্রায়
আহাদে আহাম্মদ হলো
করলি নে তার পরিচয়।।

জাতে ছেফাত ছেফাতে জাত
দরবেশে তায় জানিতে পায়
লালন বলে, কেঠো মোল্লা
ভেদ না জেনে গোল বাধায়।।

শিল্পীঃ- রেনা ফকির

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন