Select your language

এক অজান মানুষ ফিরসে দেশে
এক অজান মানুষ ফিরসে দেশে

তাঁরে চিনতে হয়

এক অজান মানুষ ফিরসে দেশে
তাঁরে চিনতে হয়
তাঁরে চিনতে হয়, তাঁরে মানতে হয়।।

শরীয়তের বেনা যাতে
জানে না তা শরিয়তে
জানা যাবে মারফতে
যদি মনের বিকার যায়।।

মূল ছাড়া এক আজগুবী ফুল
ফুটেছে ভাব নদীর কুল
চিরদিন এক রসিক বুলবুল
সেই ফুলেতে মধু খায়।।

শুনেছি সেই মানুষের খবর
আলেফের জের মীমের জবর
লালন বলে হসনে ফাঁপর
মুশিদ ভজলে পাওয়া যায়।।

শিল্পীঃ- গোলাম ফকির

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন