Select your language

বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে
বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে

ওরে আমার বুকের ও উপরে

বড় বিশ্বাস কইরা জায়গা দিলাম রে
ওরে আমার বুকের ও উপরে
আমি আপন কইয়া, সব দিছি তোমারে
আমার বন্ধুরে।।

পিরিত যদি না করিতাম রে
ওরে আমি, না হইতাম আর দোষি
এখন কেন চোখের জলে সকল সময় ভাসি।।

আমি ভাসিতে কি নাও হারাইলাম রে
বন্ধু অকুলো সাগরে।।

চিন্তা ভাবনায়, সোনার দেহ
ওরে দেহ হইয়া গেছে কালা
যৌবনও শুকাইয়া রে হইল
সুকনা গাঙ্গের তলা।।

সরকার রসিদেরও দেখইয়া যাইওরে
কালা চাদঁ যদি মনে ধরে। ।

কথাঃ- বাউল রশিদ সরকার
শিল্পীঃ- শারমিন

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন