Select your language

মুল হারালাম লাভ করতে এসে
মুল হারালাম লাভ করতে এসে

দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে

আমি মূল হারালাম লাভ করতে এসে
দিনে ভাঙ্গা নায় বোঝাই ঠেসে৷৷

গলুই ভাঙ্গা জলই খসা
বরাবরই এমনি দশা
গাব কালিতে যায় না কষা
ভেবে না পাই দিশে ৷৷

কতই ছুতোর ডেকে আনি
সারিতে এই ভাঙ্গা তরনী
এক জায়গা খোঁচ গড়তে অমনি
আর এক জায়গা যায় ফেঁসে৷৷

যে ছুতরের নৌকা গঠন
তারে যদি পেতাম এখন
লালন বলে মনের মতন
সারতাম নৌকা তার কাছে৷৷

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন