Select your language

আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা
আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা

ক্রমে ক্রমে হৃদ্‌-কমলে খেলবে নুরের খেলা

আইন সত্য মানুষ বর্ত্ত কর এই বেলা।
ক্রমে ক্রমে হৃদ্‌-কমলে খেলবে নুরের খেলা।।

যে নাম ধরে চলেছ ভবে
সে নাম ধরে যেতে হবে
একে শূন্য দশ হইবে
নয় দশে নব্বই মিলা।।
নব্বই-এ চার শূন্য দিলে
নব্বই হাজার কয় দলিলে
সব শূন্য মুছে দিলে
শুধু যে নয়ের খেলা।।

নয় হতে আট বাদ দিলে
এক থাকে তার বিয়োগ ফলে
লালন বলে বোঝ সকলে
সেইটি স্বরূপ রূপের ভেলা।।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন