Select your language

ভাবের দেশে চলরে মানুষ
ভাবের দেশে চলরে মানুষ

দেখবে খোদার মহান ছবি

দেখবে খোদার মহান ছবি
তোমার চর্ম চক্ষের দরজা খুলো
ভাবের দেশে চলরে মানুষ
ধ্যানের দেশে চলো।।

গিয়া মন তুই ভাবের ঘরে
চেয়ে থাকো রূপ নেহারে
সজল নয়নে তারে ফটোগ্রাফে তোলো
মন রঙ্গে প্রেম তরঙ্গে তোমার দিলের কপাট খোলো।।

দেখবিরে তোর মনের মানুষ
করিতেছে ঝলমল।।

মক্কা কাশি বৃন্দাবনে
পাহাড় পর্বত ওই মদিনে
বন উপবন শ্মশানেতে
কত মানুষ গেলো
কারে জানি দেখবে বলে
পাষান মূর্তি হইলো।।

কেউরে তো আর দেখতে পায়না
আশায় আশায় জনম যে গেলো।।

দেখবে খুদার রঙ্গ সূরাত
অবিকল তোমারি মতো
তোমার সঙ্গে অবিরত করে চলাচল।।

তোমার রঙ্গে রঙ্গরসে হয়েছে এক মিল
তোরে দেখলেই তারে মিলে
আর কারে তুই দেখবি বলো।

কথাঃ- বাউল কবি রশিদ উদ্দিন
শিল্পীঃ- বারী সিদ্দিকী

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন