Select your language

পর মানুষে দুঃখ দিলে
পর মানুষে দুঃখ দিলে

পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না

পর মানুষে দুঃখ দিলে
দুঃখ মনে হয় না।
আপন মানুষ কষ্ট দিলে
মেনে নেওয়া যায় না॥

সবার একজন মনের মানুষ
প্রাণের মানুষ থাকে ।
মনও প্রাণও উজার করিয়া
ভালোবাসে তাকে ॥

যে যাহারে ভালোবাসে
দুঃখ যেনো দেয় না ॥

পাথরের আঘাতে কেহো
খুশিতে হাসে
ফুলের আঘাত পাইয়া আবার
কেঁদে ধুলায় মিশে।
পাথরের আঘাত সয় গায়ে
ফুলের আঘাত সয় না ॥

ভালো লাগলে স্বার্থ ভুলে
ভাল বাসিয়ো
যে যাহারে ভালোবাসো
ভালোবেসে যাইয়ো
আক্কাস দেওয়ান মরলে কইয়ো
সে যেনো ছোঁয়না ॥

কথাঃ- আক্কাস দেওয়ান
শিল্পীঃ- রিংকু

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন