Select your language

ফকিরি কি গাছের গোটা
ফকিরি কি গাছের গোটা

ঢেঁকি যদি স্বর্গে যাইত বারা বানত তবে কেটা

ফকিরি কি গাছের গোটা
ঢেঁকি যদি স্বর্গে যাইত
বারা বানত তবে কেটা।।

ফকিরি বড়ই শক্ত
ফকির ছিল প্রহলাদ ভক্ত
বিষ খাওয়াইয়ে আগুন দিয়ে
করেছিল লোহা পীটা।

ফকির ছিল হরিদাস
গৌরাঙ্গ লীলাতে প্রকাশ
বাইশ বাজারে বেত খাইয়ে
বাকি ছিল শেষের দােমটা৷

রূপ সনাতন ফকির ছিল
বায়ান্ন লাখ ছেড়ে দিল
ঝুলি কাঁথা সঙ্গে নিয়ে
স্থান পেল সে ফকিরহাটা৷

ইব্রাহিম ফকির ছিল
আপন পুত্র জবাই দিল
আগুনে পরীক্ষা কইল
ইঞ্জিলে তার নামটি আটা৷

ফকির ছিল ঈশা, মুসা
ঘটছে' তাদের কতই দশা
মনােমােহন কয় ছাড় আশা
নৈলে বাঁধ বুকের পাটা৷।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন