Select your language

সদা মন থাকো বা হুঁশ
সদা মন থাকো বা হুঁশ

আয়না আটা রুপের ছটা চিলে কোঠায় ঝলক মারে

সদা মন থাকো বা হুঁশ ধর মানুষ
রূপ নেহারে।
আয়না আটা রুপের ছটা
চিলে কোঠায় ঝলক মারে।।

বর্তমানে দেখো ধরি
নরদেহে অটল বিহারী
মরো কেনো হড়িবড়ি
কাঠের মালা টিপে হা রে।।

স্বরূপ রুপে রুপকে জানা
সেই তো বটে উপাসনা
গাঁজায় দম চড়ায়ে মনা
বোম-কালী আর বলিস না রে।।

দেল ঢুঁড়ে দরবেশ যারা
রূপ নিহারে সিদ্ধি তাঁরা
লালন কয় আমার খেলা
ডান্ডাগুলি সার হলো রে।।

শিল্পীঃ- মনসুর ফকির

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন