Select your language

একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা
একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা

একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা

আমার আপন খবর আপনার হয় না
একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা।।

সাঁই নিকট থেকে দূরে দেখায়
যেমন কেশের আড়ে পাহাড় লুকায় দেখ না।
আমি ঢাকা-দিল্লি হাতড়ে ফিরি
আমার কোলের ঘোড় তো যায় না।।

সে যে আত্মারুপে কর্তা হরি
মনে নিষ্ঠা হলে মিলবে তারি ঠিকানা।
বে-বেদান্ত পড়বে যত বাড়বে তত লখণা।।

আমি আমি কে বলে মন
যে জানে তাঁর চরণ শরণ লও না।
ফকির লালন বলে মনের ঘোরে
হলাম চোখ থাকিতে কানা।।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন