Select your language

কে বুঝিতে পারে আমার সাঁইয়ের কুদরতি
কে বুঝিতে পারে আমার সাঁইয়ের কুদরতি

অগাধ জলের মাঝে জ্বলছে বাতি

কে বুঝিতে পারে আমার সাঁইয়ের কুদরতি
অগাধ জলের মাঝে জ্বলছে বাতি।।

বিনা কাষ্ঠে অনল জ্বলে
জল রয়েছে বিনা স্থলে।
আখের হবে জলানলে
প্রলয় অতি।।

অনলে জল উষ্ণ হয় না
জ্বলে সে অনল নেভে না।।

এমনি সে কুদরত কারখানা।
দিবারাতি।।

যেদিন জ্বলে ছাড়বে হুংকার
নিভে যাবে আগুনের ঘর।।

লালন বলে সেই দিন বান্দার
কি হবে গতি।।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন