Select your language

দয়াল নিতাই কারো ফেলে যাবে না
দয়াল নিতাই কারো ফেলে যাবে না

ধরো চরণ ছেড়ো না

দয়াল নিতাই কারো ফেলে যাবে না
ধরো চরণ ছেড়ো না।।

দৃঢ় বিশ্বাস করে রে মন
ধরো নিতাই চাঁদের চরণ।
পার হবি পার হবি তুফান
এপারে কেউ থাকবে না।।

হরিনাম তরনী লয়ে
ফিরছে নিতাই নেয়ে হয়ে।
এমন দয়াল চাঁদকে পেয়ে
স্মরণ কেন নিলে না।।

কলির জীবকে হয়ে সদয়
পাড়ে যেতে ডাকছে নিতাই।
ফকির লালন বলে মন চলো যাই
এমন দয়াল মিলবে না।।

শিল্পীঃ- আরিফ বাউল

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন