Select your language

হাতের কাছে মামলা থুয়ে
হাতের কাছে মামলা থুয়ে

কেন ঘুরে বেড়াও ভেয়ে

হাতের কাছে মামলা থুয়ে
কেন ঘুরে বেড়াও ভেয়ে।

ঢাকা শহর দিল্লি লাহোর
খুঁজলে মেলে এই ঠাইয়ে।।

মনের ধোকায় যেথায় যাবি
ধাক্কা খেয়ে হেথায় ফিরবি
এমনিভাবে ঘুরতে হবে
দেহের খবর নাহি পেয়ে।।

গয়া কাশী মক্কা মদিনা
বাইরে খুঁজে ফাঁককায় পড় না
দেহ রতি খুঁজলে পাবি
সকল তীর্থের ফল তাইতে।

দেখ দেখি অবোধ মন আমার
অবিশ্বাসে মন, নিকটে পায় ধন
লালন ফকির যায় কয়ে।।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন