Select your language

মন কি ইহাই ভাব আল্লা পাব নবী না চিনে
মন কি ইহাই ভাব আল্লা পাব নবী না চিনে

কারে বলিস নবী দিশা পালিনে

মন কি ইহাই ভাব আল্লা পাব নবী না চিনে।।

কারে বলিস নবী দিশা পালিনে।।

বীজ মানে সেই বৃক্ষ নবী
দেল ঢুড়িলে জানাতে পাবি
কি বলব সেই বৃক্ষের খুশি
এক ডালে দীন এক ডালে দ’নে।
যে নূরেতে আদম পয়দা
সেনবীর তরিক জুদা
নূরের পিয়ালা খোদা
দিলেন খোদ অঙ্গ জেনে।।

চার কারের উপরে দেখ
আশ্রয় করে ছিল কে গো
পূর্ব পরের খবর রাখ
তবে জানবি লালন নবীর ভেদ মনে।।

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন