Select your language

কি সন্ধানে যাই সেখানে
কি সন্ধানে যাই সেখানে

মনের মানুষ যেখানে

কি সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে।
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবারাতি নাই সেখানে।।

যেতে পথে কাম নদীতে
পাড়ি দিতে ত্রিপিনে
ধনীর ভাড়া যাচ্ছে মারা
পড়ে নদীর তোড় তুফানে।।

রসিক যারা চতুর তাঁরা
তাঁরাই নদীর ধারা চেনে
উজান তরী যাচ্ছে বয়ে
তাঁরাই স্বরূপ সাধন জানে।।

শতদল কমলের পরে
মূল রয়েছে গোপনে
মনের মানুষ স্থলে রেখে
দেখতে পাইনে দুই নয়নে।।

লালন বলে মলাম জ্বলে
জ্বলেস্থলে নিশিদিনে
মণিহারা ফনির মতন
হারা হলাম পিতৃধনে ।।

শিল্পীঃ কনক চাঁপা (Konok Chapa):

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন