Select your language

মানুষ  লুকালো কোন শহরে
মানুষ লুকালো কোন শহরে

এবার মানুষ খুইজে পাইনা তারে

এবার মানুষ খুইজে পাইনা তারে
মানুষ লুকালো কোন শহরে।।

বেদে ছেড়ে নইদে এল
পূর্বান্তরে খবর ছিল।

নইদে ছেড়ে কোথায় গেলো।।

যে জান সে বলো মোরে
মানুষ লুকালো কোন শহরে।।

স্বরূপের সেই রূপ দেখা
যেমন চাঁদের আভা
অমনি মতন থেকে থেকে।।

কোথায় প্রভু বারাম দেয়রে।।

মানুষ লুকালো কোন শহরে।।

কেউ বলে তার নিজ ভজোন
লইয়ে নিজ দেশে গমন।।

মনে মনে ভাবে লালন
নির্দেশ এবার বলি কারে।।

মানুষ লুকালো কোন শহরে।।

শিল্পীঃ- টুনটুন ফকীর

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন